আনোয়ারায় যুবদলের প্রস্তুতি সভা

আনোয়ারায় যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে সোমবার সন্ধ্যায় পারকি সমুদ্র সৈকত এলাকায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ হারেছ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাহাদুর, যুগ্ম আহ্বায়ক ইকতিয়ার সাঈদ মানিক, আব্বাস নুর, মিজানুর রহমান,এম এ খালেদ, সরওয়ার জামান, দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ,মো. মফিজ, মো. সেলিম, আবু সালেহ,এমদাদুল হক সুমন, মো. ইকবাল, আবু সালেক, আব্দুল আজিজ, মো. রফিক, জিয়াউর রহমান এবং মো. শাহজাহান।

বক্তারা যুবদলের ইতিহাস, ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবসমাজের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন। সভায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email