
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খসরু বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ আমলে ক্রীড়াঙ্গনকে ধংস করে দেওয়া হয়েছে। সব সেক্টরের মতো এই সেক্টরকেও দলীয়করণের ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদের সুযোগ হারিয়েছে। এটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, পুরো দেশের জন্য হতাশার। আমরা ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজাতে চাই। ক্রীড়াঙ্গন থাকবে রাজনীতির উর্ধ্বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার উপর গুরুত্ব দিয়েছেন। তার উদ্দেশ্য জিয়া ফুটবল, ক্রিকেটসহ নানা খেলাধূলার আয়োজন করা হচ্ছে। আগামীতে বিএনপি ক্ষতায় গেলে গ্রামীণ পর্যায়ের খেলাধুলার প্রতি নজর থাকবে।
সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সিজেকেএস) মিলনায়তনে জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর চট্টগ্রাম বিভাগীয় পোস্টার উন্মোচন ও বিতরণকালে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জিয়া ফুটবল টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউল আলম স্বপন, সিজেকেএস ক্রিকেট কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী, মিডিয়া কমিটির সদস্য ইমরান এমি, রিফাত হোসেন সাকিল, খোরশেদ আলম শিমুল, সাবেক ফুটবলার মামুন উদ্দীন, আকতার হোসেন প্রমুখ।