সৌন্দর্যবর্ধনের মাধ্যমে গড়ে তোলা হবে গ্রীন ও ক্লীন চট্টগ্রাম : মেয়র

সৌন্দর্যবর্ধনের মাধ্যমে গড়ে তোলা হবে গ্রীন ও ক্লীন চট্টগ্রাম : মেয়র

বন্দর নগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে গ্রীন ও ক্লীন সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে নগরীর মুরাদপুর মোড়ে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এই প্রকল্পের আওতায় শিক্ষা বোর্ড থেকে মুরাদপুর এন মোহাম্মদ, মুরাদপুর মোড় থেকে মীর্জাপুল এবং মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত পুরো এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হবে।

মেয়র বলেন, “চট্টগ্রামকে গ্রীন, ক্লীন, হেলদি ও সেফ সিটিতে পরিণত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। গাছ শুধু শহরকে সবুজ করে না, এটি আমাদের জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে। তাই প্রত্যেকে নিজের চারপাশে গাছ লাগাতে হবে।
তিনি আরও বলেন,“আমরা চাই নাগরিকরা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে বসবাস করতে পারেন। এজন্য ফুটপাত, সড়ক ও ড্রেন ব্যবস্থার উন্নয়নসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে। নাগরিকদেরও এ কাজে অংশ নিতে হবে। আমরা সবাই মিলে যদি নিজের শহরটিকে ভালোবাসি, তাহলে একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

মেয়র আহ্বান জানিয়ে বলেন, নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোথাও ময়লা-আবর্জনা ফেলা বা অননুমোদিত দখলদারিত্ব বরদাস্ত করা হবে না। সিটি কর্পোরেশন ও প্রশাসন একসাথে এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ,মোঃ আলী সাকী, মোহম্মদ আলী, মোঃ শফিসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email