
হালিশহর থানাস্থ ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের ফুল চৌধুরী পাড়া থেকে শুরু করে ১১ নম্বর দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের ফইল্লাতলী বাজার পর্যন্ত দীর্ঘ পথজুড়ে এলাকাবাসী খোঁজ খবর নেন এবং গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাঈদ আল নোমান।
সাঈদ আল নোমান বলেন,❝আমরা বিশ্বাস করি একটি ন্যায়ভিত্তিক, মানবিক সমাজ গঠনের জন্য ধনী-গরিবের বৈষম্য দূর করাই এখন সময়ের দাবি। একই সঙ্গে, গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া এই বৈষম্য দূর করা সম্ভব নয়। কারণ গণতন্ত্র মানে কেবল ভোটের অধিকার নয়, সমান সুযোগ, ন্যায্যতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।তাই, আজ আমাদের রাজনীতির মূল লক্ষ্য — ধনী-গরিবের বৈষম্য দূরীকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধার।এই দুই লক্ষ্যই আমাদের জাতির মুক্তির পথ, আমাদের ভবিষ্যতের ভিত্তি।
বাদ আছর ফুল চৌধুরী পাড়া থেকে শুরু হয় এই কর্মসূচি।এ সময় উপস্থিত ছিলেন হালিশর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,২৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোশারফ জামাল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু, মোঃ হাসান,হায়দার আলী,কাফি মুন্না,রাজু খান, আলী আফরোজ টিপু সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।