ইসির প্রস্তুতি অত্যন্ত প্রশংসনীয় : জার্মান রাষ্ট্রদূত

ইসির প্রস্তুতি অত্যন্ত প্রশংসনীয় : জার্মান রাষ্ট্রদূত

নির্বাচন ভবনে সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) যে প্রস্তুতি নিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুডিগার লটজ বলেন, ‘আগামী বছর বাংলাদেশে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মাধ্যমে বাংলাদেশ আবারও এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। নির্বাচন কমিশন এই বিশাল চ্যালেঞ্জের প্রস্তুতি নেওয়ায় সত্যিই ভালো কাজ করছে। আমি তাদের প্রতি শুভকামনা জানাই, এবং বাংলাদেশের জনগণকেও শুভকামনা জানাই গণতন্ত্রে ফিরে আসার এই যাত্রায়।’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, এমন প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিতে পারে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email