চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে সপ্তাহব্যাপী চলবে বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ

চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে সপ্তাহব্যাপী চলবে বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এ শুরু হয়েছে বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন। আগামী ৩১ অক্টোবর পযর্ন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

বর্তমানে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটি কমন কিন্তু গুরুতর রোগ। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে রোগীর জীবন বাঁচানো সম্ভব। এই ক্যাম্পেইনের মাধ্যমে নারীরা এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ব্রেস্ট হেলথ অ্যাসেসমেন্ট রুমে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চেকআপ করাতে পারবেন। চেকআপ ছাড়াও এখানে বিশেষজ্ঞের পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনে পরবর্তী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণেরও সুযোগ থাকবে।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন, “ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ, যা রোগীরা প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন (Breast Self-Examination পদ্ধতিতে নিজেরাই সনাক্ত করতে পারবেন। সেটি করা গেলে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য। তাই, সরকারি-বেসরকারি সব ক্ষেত্র থেকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, কোন প্রকার অবহেলা না করে বরং ব্রেস্ট ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে হবে। হাসপাতালগুলোতে স্ক্রিনিং ব্যবস্থা আরও উন্নত করতে হবে, লক্ষণ দেখা গেলে চিকিৎসকের পরামর্শে রোগীকে ডায়াগনসিসের আওতায় আনতে হবে এবং পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, দেশের মা-বোনেরা যদি সুস্থ থাকে তবে আপনিও ভালো থাকবেন, আর সুস্থ সমাজ গঠনও সম্ভব হবে।”

হসপিটালের বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর বাংলাদেশে ১২ থেকে ১৪ হাজারেরও বেশি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। তবে বেশিরভাগ রোগীই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে চিকিৎসা শুরু করেন। অথচ সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে চেকআপের মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানো ও জীবন বাঁচানো সম্ভব। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বরাবরই নারীদের সুস্থতার জন্য কাজ করে থাকে। রোগীরা এখানে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় চেকআপ, ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ এবং বিশ্বমানের চিকিৎসা সেবা পাবেন। এছাড়া, রোগীদের নিয়মিতভাবে চিকিৎসা-পরবর্তী মনিটরিং সেবাও এখানে দেয়া হয়ে থাকে।

সমাজের সার্বিক স্বাস্থ্য উন্নয়নের অংশ হিসেবে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বছরব্যাপি বিভিন্ন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পেইন আয়োজন করে। এসব উদ্যোগের লক্ষ্য কেবল রোগ প্রতিরোধ নয়, একইসাথে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জনমনে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ সমাজ গঠন করা।

ফ্রি ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কিংবা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন ০৯৬১০-৮০০৪৪৪ হটলাইন নম্বরে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email