শাপলা না দেওয়া হলে রাজপথে লড়বে এনসিপি : সারজিস আলম

শাপলা না দেওয়া হলে রাজপথে লড়বে এনসিপি : সারজিস আলম

শাপলা প্রতীক না দেওয়া হলে প্রয়োজনে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিকভাবে রাজপথে লড়বে বলে হুশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে দলটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, শাপলা প্রতীক নিতে যদি প্রয়োজন হয়, বাংলাদেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এ অধিকারের জন্য লড়বে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে।

এনসিপির মুখ্য সংগঠক বলেন, আজ থেকে সারাদেশের জেলা-উপজেলা এবং পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি অনুমোদন দেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email