বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালমান! : সামিরা

বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালমান! : সামিরা

ঢালিউডের সুপারস্টার সালমান শাহর মৃত্যুরহস্য ঘিরে ২৯ বছর ধরে চলছে বিতর্ক। হত্যা না আত্মহত্যা এর সুরাহা এখনো বের করা সম্ভব হয়নি। সালমান শাহ হত্যা মামলায় জড়িত অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, সালমান শাহ স্বভাবগতভাবে আত্মহত্যাপ্রবণ ছিলেন।

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সালমান শাহের জন্মদিনে এক সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে সামিরা বলেছিলেন, সালমান শাহ আত্মহত্যাই করেছেন, তিনি এর আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সালমান কেন আত্মহত্যা করবেন প্রসঙ্গে সামিরা সাক্ষাৎকারে বলেন, আমাদের বিয়ের আগেই সালমান তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলেই জানতে পারবেন, সেখানে দুইটা রেকর্ড আছে। আরেক হাসপাতালে আছে তৃতীয় রেকর্ড। একবার তার মায়ের সঙ্গে ঝগড়া করেই করেছিল। একবার আমাকে বিয়েতে রাজি করাতে করেছিল। আরেকবার অন্য কোনো ঘটনায়।

সালমানের আত্মহত্যাপ্রবণ হয়ে উঠার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে সামিরা বলেন, ‘ইমন সিনেমায় ক্যারিয়ার করতে চায়নি। সে পড়াশোনা করতে চেয়েছিল। এরশাদ (হুসেইন মুহম্মদ এরশাদ) ও নীলা চৌধুরীকে নিয়ে এক ঘটনায় নীলা চৌধুরী জেলে যান। তিনি ময়মনসিংহ কারাগারে থাকা অবস্থায় ইমন একদিনও তার মাকে দেখতে যায়নি। কেন? ইমন কিন্তু তার মাকে মা বা আম্মা বলে ডাকত না, মহিলা বলে ডাকতো। আমাদের সামনে অবশ্য ওভাবে বলত না। নীলা চৌধুরী যখন শুটিং সেটে যেতেন, ইমন বলত, মহিলা আসছে। সেটা শুনে ডলি জহুর আন্টি একদিন তাকে বকা দিয়ে বলেছিলেন, তুই এভাবে ডাকছিস কেন? তোর তো মা হয়। ইমন তখন হেসে উড়িয়ে দিয়েছে।

সামিরা আরও বলেন, ইমনের মনে অনেক কষ্ট ছিল, যেগুলো ওর দেখার কথা ছিলো না সেসব দেখে ও বড় হয়েছিল। বাচ্চাদের ওপর এগুলো প্রভাব ফেলে। আগে তো আমরা হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করতাম না, এখন যেমন করা হয়। কাউন্সিলিংয়ের সুযোগ ছিলো না, তখন সে এই কথাগুলো কাউকে বলতে পারেনি। এরপর সালমান শাহ হওয়ার পরও আরও কাউওকে বলতে পারেনি।

সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন, তার ছেলে আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, ‘খুন নয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।’ পিবিআই সেদিন সালমানের আত্মহত্যার পেছনে পাঁচটি কারণও দাঁড় করিয়েছিলেন।

মাত্র ২৫ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যার সবগুলোই বাণিজ্যিকভাবে সফল। নব্বইয়ের দশকে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তার হাত ধরে। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’সহ তার প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা–পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email