বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস গ্রেপ্তার

বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনির মীর নিলয় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গিয়াস উদ্দিন চন্দনাইশ উপজেলার কানামাদারি এলাকার মৃত শেখ আহমদ নবী চৌধুরীর ছেলে।

তিনি নগর ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি আবু তালেবের অনুসারী ছিলেন। পরবর্তীতে তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন।

গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে লাঠিসোটা নিয়ে ছাত্রদের উপরে হামলায় অংশগ্রহণ করেন গিয়াস উদ্দিন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গিয়াস উদ্দীন নামে একজনকে গ্রেপ্তার করেছি। আজ দুপুরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email