
আজ ১ নভেম্বর ২০২৫ শনিবার বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং দিবসের প্রতিপাদ্য “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক ই আজম, বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; জনাব সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, চট্টগ্রাম; সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ দুলাল মিঞা, যুগানিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রাম।
আজকের আয়োজনে জাতীয় সমবায় পুরষ্কার ২০২৪ এর জন্য বিভাগীয় পর্যায়ে মনোনীত ৬টি সমবায় সমিতি এবং একজন সমবায়ীকে সম্মাননা প্রদান করা হয়।







