
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাইছে। মতামতের জন্য এই কমিশন গঠন করা হয়নি।”
শনিবার রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছাতে চায়।”
তিনি আরও ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। “মেগা প্রজেক্টের নামে লুটপাট নয়, আমরা চাই জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন,” যোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, “আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছেন তারা ব্যবসায় সফল হয়েছেন, কিন্তু তখন লুটপাটও বেড়েছিল। আমরা রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীরা যেন রাজনীতিবিদদের কাছে না যান, বরং রাজনীতিবিদরাই ব্যবসায়ীদের কাছে যান। ঢাকায় বসে শিল্প বা কৃষি নিয়ে নীতিমালা প্রণয়ন করা হয়, কিন্তু বাস্তব অবস্থা দেখা হয় না। আমরা সেই সংস্কৃতি বদলাতে চাই।”
দলের পক্ষ থেকে সারাদেশে ঘুরে মানুষের কথা শোনার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রশ্নবিদ্ধ হতে চাই না। জনগণের মুখোমুখি হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে এই সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই।”
কৃষি খাতে শিক্ষিত তরুণদের সম্পৃক্ততা সম্পর্কে তিনি বলেন, “এটা খুব ইতিবাচক পরিবর্তন। তাদের আধুনিক জ্ঞান আছে, শুধু দরকার দক্ষতা ও প্রযুক্তি সহায়তা।”







