চট্টগ্রামের কর্ণফুলীতে দুই দিনে দুইটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের কর্ণফুলীতে দুই দিনে দুইটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের কর্ণফুলীতে দুই দিনে দুইটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে বেশিরভাগ অটোরিকশায় মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। দ্রুত পরিদর্শন ও তদারকি না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন এলাকাবাসী।

রোববার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে মইজ্জ্যার টেক এলাকার কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার পরপরই একটি অটোরিকশায় আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যেই পুরো যানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত।

এর আগের দিন শনিবার (১ নভেম্বর) বোর্ডবাজার এলাকায় চলন্ত অবস্থায় আরেকটি সিএনজি অটোরিকশায় আগুন লাগে। গুরুতর দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও দুই যাত্রী।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক সরওয়ার রানা বলেন, “অধিকাংশ সিএনজি অটোরিকশার সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ। প্রতিদিন ভয় নিয়ে চলাফেরা করতে হয়। প্রশাসন দ্রুত অভিযান না চালালে বড় দুর্ঘটনা অনিবার্য।”

কর্ণফুলী উপজেলা প্রশাসন সূত্র জানায়, শিগগিরই সিএনজি সিলিন্ডার পরিদর্শন, ফিটনেস চেক ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email