সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপে ব্রাদার্স ইউনিয়ন – এস এ ফ্যামিলি ম্যাচ ড্র

সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপে ব্রাদার্স ইউনিয়ন - এস এ ফ্যামিলি ম্যাচ ড্র

সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপে ব্রাদার্স ইউনিয়ন – এস এ ফ্যামিলি ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মঙ্গলবারের খেলায় ব্রাদার্স ইউনিয়ন ১-১ গোলে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সাথে ড্র করে। খেলার ১৩ মিনিটে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের পক্ষে পেনাল্টি থেকে গোল করেন আবু বক্কর ছিদ্দিক (জার্সি-০৩)। এর দুই মিনিট পর খেলার ১৫ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের গোল করে খেলায় সমতা ফেরায় মোঃ আমিরুজ্জামান সায়মন (জার্সি-০৯)।

আজকের খেলা শেষে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সংগ্রহ ৩ খেলায় ৫ পয়েন্ট এবং চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট ২ খেলায় ১ পয়েন্ট।

খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়াড় কাউছার আলী রাব্বি (জার্সি-০৭)। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের হাতে পুরস্কার ক্রেস্ট এবং নগদ ২,০০০/- টাকা তুলে দেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এর সভাপতি সরওয়ার আলম, সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি মোঃ মাহবুব আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, সদস্য এ এস এম সাইফুদ্দিন চৌধুরী।
আগামীকাল ০৫ নভেম্বর ২০২৫, বুধবার, দুপুর ২.৪৫ টায় কল্লোল সংঘ গ্রীণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email