
সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপে ব্রাদার্স ইউনিয়ন – এস এ ফ্যামিলি ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মঙ্গলবারের খেলায় ব্রাদার্স ইউনিয়ন ১-১ গোলে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সাথে ড্র করে। খেলার ১৩ মিনিটে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের পক্ষে পেনাল্টি থেকে গোল করেন আবু বক্কর ছিদ্দিক (জার্সি-০৩)। এর দুই মিনিট পর খেলার ১৫ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের গোল করে খেলায় সমতা ফেরায় মোঃ আমিরুজ্জামান সায়মন (জার্সি-০৯)।
আজকের খেলা শেষে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সংগ্রহ ৩ খেলায় ৫ পয়েন্ট এবং চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট ২ খেলায় ১ পয়েন্ট।
খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়াড় কাউছার আলী রাব্বি (জার্সি-০৭)। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের হাতে পুরস্কার ক্রেস্ট এবং নগদ ২,০০০/- টাকা তুলে দেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এর সভাপতি সরওয়ার আলম, সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি মোঃ মাহবুব আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, সদস্য এ এস এম সাইফুদ্দিন চৌধুরী।
আগামীকাল ০৫ নভেম্বর ২০২৫, বুধবার, দুপুর ২.৪৫ টায় কল্লোল সংঘ গ্রীণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে।







