দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না

দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না

দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার বিএনপি ২৩৭ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে। এসব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যমসহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন।

সোমবার বিএনপি তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে রুমিন ফারহানার নাম না থাকায় এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। মঙ্গলবার রুমিন ফারহানা বিবিসি বাংলাকে জানান, এই আসনগুলোতে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। ৬৩টি আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি। আমার আসনটাও সেটা যেখানে কাউকেই এখনো মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে, যে আসনগুলোতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে সেই আসনগুলো খালি রাখা হয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। সো আমি এখনই আসলে বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কি হচ্ছে না এটা আমি জানি না’, বলেন ফারহানা।

গত ১৭ বছর বিএনপিতে কিভাবে কাজ করেছেন তা বাংলাদেশের মানুষ জানে বলেও উল্লেখ করেন তিনি।

‘মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করবো, ’ বলেন ফারহানা।

২৩৭ টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়ে ফারহানা জানান, নিজের রাজনীতি চালিয়ে যাবেন তিনি।

ফারহানা বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় আসলে দল তার সিদ্ধান্ত নেয়। সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন পেয়েছেন ২৩৭ টি আসনে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করবো।’

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি এখনও আশাবাদী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আশাবাদীও নই হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাবো ফর শিওর। আমার নেতা-কর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে আমি ছিলাম, আছি থাকবো। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে।’

বিএনপি ছেড়ে দেবেন কি না এমন প্রশ্নে ফারহানা বলেন, ‘প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email