
গণসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, নির্বাচনী গণসংযোগকালে এরশাদ উল্লাহ ভাই বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন তিনি শঙ্কামুক্ত। পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উনাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার শেষ বিকেলে চট্টগ্রামের বায়েজিদে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চালিতাতলী পূর্ব মসজিদের কাছে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা।







