আনোয়ারায় উপকূল সুরক্ষায় ২০ হাজার তালবীজ রোপণ

আনোয়ারায় উপকূল সুরক্ষায় ২০ হাজার তালবীজ রোপণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা উপকূলীয় এলাকায় উপকূল রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে ২০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘এস.এম. মানবিক ফাউন্ডেশন’।

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় তরুণদের অংশগ্রহণে উপকূলীয় বাঁধ, রাস্তার পাশে ও খোলা স্থানে তালবীজ রোপণ করা হচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা আবদু ছবুর কোম্পানি বলেন, তালগাছ বজ্রপাত প্রতিরোধ ও মাটির ক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখে। তাই গ্রামের মানুষকে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ২০১৭ সালে বজ্রপাতে এলাকার এক শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই তালগাছ পুনরায় রোপণের প্রেরণা পান তিনি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সম্পদ তালুকদার বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় অনুকরণীয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ব্যক্তিগত উদ্যোগে তালবীজ রোপণ প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা রাখবে।
স্থানীয়রা মনে করছেন, তালবীজগুলো একদিন বড় হয়ে উপকূলকে প্রাকৃতিক সুরক্ষাবলয়ে রূপ দেবে, আর উপকূলীয় জনপদের হারানো সবুজ ফিরে আসবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email