বিটিভি কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হবে না

বিটিভি কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হবে না

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) স্বয়ত্তশাসিত করা হচ্ছে। বিটিভি যাতে দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের সঠিক প্রতিনিধিত্ব করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, “বিটিভি কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হবে না এবং এটি সবার জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে।”

বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহফুজ আলম এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, “নতুন বাংলাদেশে নতুন কুঁড়ির যাত্রা শুরু হয়েছে। এটি কেবল একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং তরুণ প্রজন্মের সৃজনশীলতা, প্রতিভা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের এক অসাধারণ মঞ্চ। সারাদেশ থেকে শিশু-কিশোরদের স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে।”

তিনি বলেন, বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো এবং প্রতিযোগীভিত্তিক অনুষ্ঠান চালু করা হবে। দেশের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক সম্পদ উপভোগযোগ্য করে তোলা হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীকেও উৎসাহিত করা হবে। মাহফুজ আলম উল্লেখ করেন, “জাত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈচিত্র্যময় ও মানবিক দেশের রূপে উপস্থাপন করতে চাই।”

প্রধান উপদেষ্টা বলেন, “নতুন কুঁড়ির বিজয়ীরা দেশের গৌরব বৃদ্ধি করবে। তাদের উদ্ভাবনী শক্তি ও নিষ্ঠা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং নতুন বাংলাদেশের যাত্রাকে আরও এগিয়ে নেবে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email