
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আহবানে লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারাদেশে চরম উত্তেজনা বিরাজ করলেও চট্টগ্রামের চন্দনাইশে লকডাউন ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টহল জোরদার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে কঠোর নজরদারি রয়েছে পুলিশ প্রশাসন। যানচলাচলও রয়েছে স্বাভাবিক । লকডাউনে অরাজকতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই। নেই জনমনেও কোনো আতঙ্ক ।
এদিকে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে রাজপথে থাকার হুশিয়ারি দিয়েছেন বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো।
উপজেলা বিএনপি নেতা এডভোকেট নাজিমউদ্দিন ও শফিকুল ইসলাম রাহী জানান, লকডাউন ঠেকাতে রাজপথে কঠোর অবস্থানে রয়েছে আমাদের নেতাকর্মীরা। নাশকতা ও অরাজকতাসহ ফ্যাসিবাদিদের যেকোন বিশৃঙ্খলা সৃষ্টি কঠোরভাবে প্রতিহত করবে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য , ২০২৪ সালের ৫ আগস্ট সারাদেশে ছাত্র-জনতার কঠোর আন্দোলন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগ করেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। এ মামলার সহ-অভিযুক্ত হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ পালাতক রয়েছেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার জানান, লকডাউন ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। এবং কোনো অরাজকতা সৃষ্টি যাতে না হয় সেদিকে বিশেষ নজরদারি রয়েছে আমাদের পুলিশ সদস্যরা।







