আদালতে আত্মসমর্পণ করেছেন মেহজাবীন চৌধুরী

আদালতে আত্মসমর্পণ করেছেন মেহজাবীন চৌধুরী

অর্থ আত্মসাৎ ও হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা।

এসময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিনের আবেদন শুনানি করেন। শুনানি শেষে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১০ নভেম্বর মামলাটিতে তাদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায়, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে অভিযুক্ত মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হতে চান। বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তিনি তাদের নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট সাতাশ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বিভিন্ন সময় বাদী টাকা চাইলেও দীর্ঘদিন সময় নেন এবং আজ দিব কাল দিব বলে তালবাহানা করতে থাকেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪-৫জন অকথ্য ভাষায় গালিগালাজ করে।

তারা বলেন, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না’ তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়।

ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email