ধানের শীর্ষের প্রার্থীকে ভোট দিন – নিয়াজ খান

ধানের শীর্ষের প্রার্থীকে ভোট দিন - নিয়াজ খান

১৫ নভেম্বর  ২৩নং ওয়ার্ডস্থ আল চিস্তিয়া ও কাদেরিয়া জামে মসজিদে আসরের নামাজ আদায় করে বৌ বাজার, সুলতান কলোনী, শেখ মুজিব রোড়, আমানত খান রোড়, পাঠানটুলী, বাংশালপাড়া, ও চাটশরাই পাড়ার বিভিন্ন বাড়িতে গিয়ে বিএনপির ৩১দফা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে এলাকায় ঘুরে বেড়ান। লিফলেট বিতরণের সময় নিয়াজ মোহাম্মদ খান মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি ন্যায়ের পথে এগিয়ে চলা, ৩১দফায় আস্থা আনা ও সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার ডাক তুলে ঘরে ঘরে লিফলেট তুলে দেন। নিয়াজ মোহাম্মদ খান বলেন ফ্রেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে উৎসব মুখর করে তুলতে হবে এবঙ ধানের শীষের উৎসবে পরিণত করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন ২৩নঙ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, সিনিয়র নেতা রফিক মেম্বার,যুগ্ম আহ্বায়ক আকবর কবির ডিউক, আব্দুল মান্নান, এ এস এম নাছির, সিরাজুল মোস্তফা,মোজাহের খান, মুনির উদ্দিন বাবুল, ডবলমুরিঙ থানা বিএনপি নেতা সুফি মোঃ ইব্রাহীম, বিএনপি নেতা আব্দুল করিম সেলিম, মোঃ ইলিয়াস, মোঃ শাহজাহান, আমির উদ্দিন বাবুল, বদিউল আলম, মোঃ নাছির, জসিম খান, সালেহ আহমদ, তরুণ সওদাগর,মোঃ জাহাঙ্গীর, নাছির খান, দিদার আহমেদ, যুবদল নেতা মোঃ ইলিয়াস, মোঃ ফারুক, ওয়াসিম , হোসেন, মাঈনউদ্দিন, সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান রুবেল, দেলোয়ার, জাহেদ , সুমন, সোহেল, ইসলাম, আজিজ ও ছাএদল নেতা তাহাসিন ও নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email