আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে

আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে

অদ্য ২৪/১১/২০১৫ইং তারিখ রোজ সোমবার, চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা ২০২৫, দি এলিনা হোটেল, ৬৫৯/এ ষ্টেশন রোড চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান উপসচিব্য, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহেদুল করিম কচি, সদস্য সচিব, অন্তর্বর্তীকালীন কমিটি, চট্টগ্রাম প্রেস ক্লাব। সভাপতিত্ব করেন জনাব এমএম নফিজ মাহমুদ, ডিভিশনাল ম্যানেজার, আশা-চট্টগ্রাম বিভাগ্য উক্ত মতবিনিময় সভায় আশা’র কার্যক্রম উপস্থাপন করেন মোঃ সাইদুল ইসলাম চৌধুরী সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার, আশা-চট্টগ্রাম বিভাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নজরুল ইসলাম এডিশনাল ডিডিশনাল ম্যানেজার, আশা-চট্টগ্রাম বিভাগ্য উপস্থিত ছিলেন ডিএম, আরএম, এসই ও বিএমসহ অন্যান্য কর্মকার্তাবৃন্দ।

আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে

আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে যাদের নিকট ঋন স্থিতি ১৫৪৭ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। আশা-চট্টগ্রাম বিভাগে ৮৮০টি কেন্দ্রে ২৪১০৮ জন শিক্ষার্থী নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম চালু রয়েছে। ০৫টি স্বাস্থ্য কেন্দ্রে ৪৭৬৩৬জন রোগী সেবা গ্রহণ করেন। ০২টি ফিজিওথেরাপী সেন্টারের মাধ্যেমে ৭২৩৬জন অপারেশন বিহীন হাঁটু-কোমর-ঘাড়-হাতে ব্যাথা, প্যারালাইসিস, আথ্রাইটিস, ডিস্ক প্রলেপসহ সকল প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেনা। সদস্যর ধীমাদাবি পরিশোধ করা হয়েছে ৬৭০ জন ৩৩.৫০ লক্ষ টাকা, সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে ১৭৬জন ৭.৪৪ লক্ষ টাকা।

আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে
oplus_0

সদস্যর মৃত্যুজনিত দাফন কাফনে ৫০০০ টাকা করে ৬৭০ জনকে ৩৩.৫০ লক্ষ টাকা সহায়তা প্রদান, ৬৫ জনকে ৯.৭৫ লক্ষ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ২৪০০টি। প্রতিমাসে ৭জন গরীব মেধাবী ছাত্র/ছাত্রীকে ২.৫২ লক্ষ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও সরকারী সকল দিবসে আশা’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করে থাকেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email