দুই সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

দুই সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে দুই শিশুকে গলা কেটে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা।

মঙ্গলবার সকালে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে বলে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, একই গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) এবং তাদের দুই সন্তান সাইফা (৪) ও সাইফ (২)। শাহাদত হোসেন একজন সেনা সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন।

পুলিশ ও স্থানীয় মারফত জানায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মোস্তারিম বটি দিয়ে দুই সন্তানের গলা কেটে হত্যা করে। এরপর সে ঘরের তীরে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। এ সময় শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করে। তিনজনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, শাহাদত হোসেনের পরিবারে স্ত্রী, সন্তান ও অসুস্থ বৃদ্ধা মা রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটতে পারে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email