
চট্টগ্রাম জেলা ও মহানগরীর সকল থানা এবং ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভূক্ত লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম এর আগ্নেয়াস্ত্র শাখায় অস্ত্র সহকারে উপস্থিত হয়ে নবায়ন করার জন্য সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৪ তারিখের ৩৩০ নং স্মারক মোতাবেক যে সকল লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ বাতিল এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে, সে সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্সের পরবর্তী কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নবায়ন স্থগিত থাকবে।
ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভূক্ত লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নির্ধারিত সময়সূচি মোতাবেক ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রামে উপস্থিত হয়ে নবায়ন করতে হবে।
লাইসেন্সধারীগণের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫ এর ৩১ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ যথাসময়ে নবায়নে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক নবায়নের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে। ব্যর্থতার কারণ সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলপূর্বক অস্ত্র বাজেয়াপ্ত করা হবে।
নবায়ন ফি- বন্দুক/শর্টগান/রাইফেল ১০ (দশ) হাজার টাকা। পিস্তল/রিভলবার ২০ (বিশ) হাজার টাকা। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে ১০ (দশ) হাজার টাকা। প্রতিষ্ঠান পর্যায়ে ২০ (বিশ) হাজার টাকা। সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদুর্ধ্ব গ্রেডভূক্ত চাকুরিরত/অবসরপ্রাপ্ত সরকারি ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের ক্ষেত্রে লাইসেন্স নবায়ন ফি প্রযোজ্য হবে না। এক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
নবায়ন ফি জমার চালান কোড : ১-২২১১-০০০০-১৮৫৯।
নবায়ন ফি এর উপর ১৫% হারে ভ্যাট জমার এ চালান কোড : ১১১০২০৪১০২০১৪-১১০০০০০০০-১১০০১০০০-১১৪১১০১।
নবায়ন ফি এর উপর ১০% উৎসকর/আয়কর জমার এ চালান কোড : ১১১০২১৫১০২৪১৩-১১০০০০০০০-১১০০১০০০-১১১১১০১।
নবায়ন ও অন্যান্য ফি সোনালী ব্যাংক লিঃ, কোর্টহিল শাখা, চট্টগ্রামে জমা দিতে হবে।







