
চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মশা নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেছে চসিকের মশক নিয়ন্ত্রণ বিভাগ।
আজ কারাগারের আশপাশের এলাকা, অভ্যন্তরীণ আঙিনা, কয়েদী খানা ও প্রশাসনিক অংশে ফগিং, লার্ভিসাইডিং এবং স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়।ক্রাশ প্রোগ্রাম চলাকালে উপস্থিত ছিলেন মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরিফুল ইসলাম মাহী, ডা. সরওয়ার আলম, মাননীয় মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা, কারা পরিদর্শকগণ এম এ রাজ্জাক, ছৈয়দ আবুল বশর ও কামরুন নাহার লিজা।
এ সময় মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী বলেন—
“নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মাননীয় মেয়র মহোদয় কঠোর নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে কারাগারের মতো ঝুঁকিপূর্ণ স্থাপনায় নিয়মিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। আমাদের লক্ষ্য—ডেঙ্গুর ঝুঁকি সর্বনিম্নে নামিয়ে আনা।”
চসিক কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সচেতনতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও বাড়ানোর মাধ্যমে নগরকে সুস্থ রাখতে সিটি করপোরেশন অব্যাহতভাবে কাজ করে যাবে।







