বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ব্রিটিশ হাইকমিশনার

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ব্রিটিশ হাইকমিশনার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকায় দায়িত্ব পালনরত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে তথ্য নেন।

অন্যদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে কাজ শুরু করেছে। বেলা ১০টা ১৫ মিনিটে ডা. কাই জিয়ানফাংয়ের নেতৃত্বে ছয় সদস্যের এই মেডিকেল টিম সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email