বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের খাবার বিতরণ

বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের খাবার বিতরণ

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বাদে আসরের নামাজের পর মিসকিন শাহ মাজারের সামনে অসহায়,গরিব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ,যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক এসএম নয়ন,আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে নেজাম উদ্দিন রুবেল, জাহেদ হোসেন, আরিফুল ইসলাম মহিবুল হক আতিক মহিউদ্দিন সাগর, বাঁশখালী পৌরসভা ছাত্রদলনেতা খালেদ বিন আব্দুল্লাহ জিহান, সাদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি তানজিমুল হক তামিম, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু সৈয়দ, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম, দোহাজারী পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ রিয়াদ,বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা মুরাদ, লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা শোয়েব সহ নেতৃবৃন্দরা।

আমরা এমন একজন মানুষের জন্য দোয়া চাই যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ, তাদের সুখ-দুঃখের সাথেই নিজেকে সম্পৃক্ত রেখে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন। গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বেগম জিয়াকে দীর্ঘসময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দি রাখা হয়েছিল। তাকে যথাযথ চিকিৎসা করতে দেওয়া হয়নি। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে তোলেন এবং দীর্ঘ হায়াত দান করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email