আনোয়ারায় প্রাণিসম্পদ দপ্তরে রহস্যজনক চুরি, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার সরঞ্জাম উধাও

আনোয়ারায় প্রাণিসম্পদ দপ্তরে রহস্যজনক চুরি, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার সরঞ্জাম উধাও

আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে দপ্তরের কক্ষ ভেঙে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, ল্যাপটপসহ বিভিন্ন অফিস সরঞ্জাম চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমিরঞ্জন বড়ুয়া বলেন, আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি। সেখান থেকে খবর পাই অফিসে চুরি হয়েছে। বিষয়টি জানার পরপরই পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমার ধারণা, এটি পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email