মিরসরাইয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিরসরাইয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে কৃষকদল। শনিবার (২৭ ডিসেম্বর) মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে সকালে এ সংস্কারকাজ শুরু হয়।সরকারটোলা এলাকার মানিক সরকারলাল সড়কে চলমান সংস্কারকাজে অংশ নেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এলাকাবাসী জানান, সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।

এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘জনদুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করেই স্বেচ্ছাশ্রমে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কৃষকদল এ ধরনের জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকবে।’
সংস্কারকাজে আরও অংশ নেন মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুসাসহ দুই ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email