এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজ ২৭ ডিসেম্বর শনিবার সকালে নগরীর স্বনামধন্য ফুলকুঁড়ি বিদ্যাপীঠ এর বার্ষিক ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠান সম্পন্ন হয় ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও মুসলিম তরুণ সংঘের সভাপতি আলহাজ্ব ইদ্রিছ মিয়া।
বক্তাগণ বক্তব্য রাখতে গিয়ে বলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একাডেমিক ও নৈতিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর সার্বিক উন্নয়নে মানসিক ও নৈতিক শিক্ষা বিকাশে অভিভাবক ও শিক্ষক উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।
বক্তব্যে আরো বলেন প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার না হলে দেশ এগিয়ে যাবে না। আজকের শিশুরা আগামীর কান্ডারী, শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও অভিভাবকগণ আন্তরিকতার সাথে পাঠদান ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষাকে সর্বচ্চো অগ্রাধিকার দিতে হবে। সরকারের দীর্ঘমেয়াদী শিক্ষাবান্ধব সুষ্ট পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাবে আগামীর নতুন বাংলাদেশ।
অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন ফুলকুঁড়ি বিদ্যাপীঠের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, শিক্ষানুরাগী এম.এ. ইলাহি রশিদ, পরিচালক ও নারীনেত্রী আনজুমান আরা লুৎফ, পরিচালক মোহাম্মদ এনামুল হক।
সায়মা আফরিন পিউ সঞ্চলনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মিসেস জোসনা বেগম, শিক্ষক রোকেয়া বেগম, সুমাইয়া শাওরিন, জান্নাতুল নাঈম শিলা প্রমুখ।







