এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আসছে। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শান্তি প্রতিষ্ঠায় প্রতিটি ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডস্থ চট্টেশ্বরী রোডের কালী মন্দিরে সনাতনী সম্প্রদায়ের সাথে আয়োজিত ‘মতবিনিময় সভায়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। অতীতে অনেকে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। আমরা আর কাউকে সে সুযোগ দিবোনা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গিকারাবদ্ধ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা মধ্যে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির কথা বলেছেন। সব ধর্মের স্বাধীনতার কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। এটাই বিএনপির রাজনৈতিক আদর্শ। সনাতনী সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও নাগরিক অধিকার রক্ষায় আমরা সবসময় সোচ্চার থাকব।
সভায় উপস্থিত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। এসময় নেতৃবন্দ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিক, সদস্য সচিব সরওয়ার উদ্দিন। বক্তব্য দেন মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সেকান্দর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু, ডা. অমল চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য বিপ্লব চৌধুরী বিল্লু, জন্মাষ্টমী পরিষদের কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ, কোতোয়ালি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার পান্ডে, বিএনপি নেতা বাবলু চৌধুরী, দেবু চক্রবর্ত্তী, তপন সিংহ, সাধনময় দাশ, প্রবীর দে, বিপ্লব দাশ, চন্দন ভট্টাচার্য, যুবনেতা রুবেল দাশ, সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাসেল চৌধুরী, অনয় দাশ প্রমুখ।







