বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি'র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

চট্টগ্রামে আনোয়ারা উপজেলার পেশাদার ও তরুণ সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতির বাৎসরিক প্রকাশানার উদ্বোধন হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরেও বর্ণাঢ্য আয়োজনে ক্যালান্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে ক্যালান্ডারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। সাংবাদিক সমিতি সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সুমন শাহ, রুপন দত্ত ও রফিকুল ইসলাম।

সাংবাদিক সমিতির কার্যকরী কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি কাঞ্চন সুশীল, সহ-সভাপতি আমাদের সময় প্রতিনিধি ইকবাল বাহার, সাংগঠনিক সম্পাদক ইত্তেফাক ও সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ জাবেদুল ইসলাম, অফিস সম্পাদক মানবজমিন প্রতিনিধি রিয়াদ হোসেন, প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক দৈনিক জনবানী প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, তথ্য ও যোগাযোগ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি নুরুল কবির।

মোড়ক উন্মোচন শেষে সাংবাদিক সমিতির নিয়মিত কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন প্রধান অতিথি। এসয় তিনি সাংবাদিকদের কল্যাণে পাশে সহযোগিতার আশ্বাস ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আসাসের সদস্যদের ধন্যবাদ জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email