ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের নাম

ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের নাম

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিধি ও প্রভাবের দিক থেকে নতুন এক অবস্থানে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সোশ্যাল ব্লেডের তথ্যানুযায়ী, ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে। ফেসবুকে তাঁকে ঘিরে প্রকাশিত কনটেন্টের সংখ্যার ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এই সূচকে তাঁর অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে।

সোশ্যাল ব্লেডে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে মূলত তাঁদের বোঝানো হয়, যাঁদের কেন্দ্র করে ফেসবুকে সর্বাধিক পোস্ট, আলোচনা ও কনটেন্ট তৈরি হয়। সরাসরি নিজে কনটেন্ট প্রকাশের পাশাপাশি ব্যক্তি হিসেবে তাঁদের ঘিরে গণমাধ্যম, ব্যবহারকারী ও বিভিন্ন পেজ থেকে বিপুল পরিমাণ কনটেন্ট প্রকাশিত হলে সেটিও এই বিশ্লেষণে বিবেচনায় আসে।

এই তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান এখন বিশ্বের আলোচিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email