জনগণের জোয়ার, ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে-আমির খসরু

জনগণের জোয়ার, ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে-আমির খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সকাল সাড়ে দশটায় উত্তর কাট্টলি নাজির বাড়ি তার পিতা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মাতা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত করেন ও দোয়া মোনাজাত করেন।
পরে তিনি ২৯ নং ওয়ার্ড‌ কদমতলী থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ জনগণ ও মহিলা গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বলেন, জনগণের ঢল নেমেছে রাস্তায়, ধানের শীষের জোয়ার শুরু হয়েছে । মানুষের এর জন্য অপেক্ষা করেছে। সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন মানুষ বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে,জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে। ১৬-১৭ বছর বিএনপির নেতাকর্মীরা গুম খুন জেলে নির্যাতনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে ত্যাগ‌ তার প্রতিদান বাংলাদেশের মানুষ আজকে দিচ্ছে। যেখানেই যাচ্ছি দেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে এবং তাদের আস্থা বিএনপির উপর।
জনাব খসরু আরো বলেন, আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই পূরণ করতে পারবে। তাই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি বলেন জনগণ ঠিক করবে দেশ কোন দিকে যাবে।
তার মালিকানা হবে ভোটের মাধ্যমে,প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে তাদের প্রত্যাশা পূরণ করবে তাদেরকে জনগণ নির্বাচিত করবে।
গণতন্ত্রের যুদ্ধে জয়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, সকল নাগরিক আজ আনন্দিত। কারণ তারা তাদের মালিকানা ফিরে পেয়েছেন তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং প্রত্যাশিত ভোট দিতে পারবে। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে তারা মনে করছে বিএনপির মাধ্যমে তার পূরণ করতে পারবে। জনগণের সাথে বিএনপির আস্থার যে রাজনীতি, গণতন্ত্র ও বিএনপি একসাথে মিশে গেছে। তাদেরকে আলাদা করা যাবে না।
জনাব খসরু কদমতলী মোড় হয়ে মাদারবাড়ি ডিটি রোড, দুই নং গলি, জুগিচাদ মসজিদ লেইন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরানো কাস্টম, মালুম মসজিদ এলাকা সহ বিভিন্ন এলাকা গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এসএম সাইফুল আলম, শওকত আজম খাজা, মহানগর বিএনপি সদস্য মোঃ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীন, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু,খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদ, কামরুন নাহার লিজা,মোহাম্মদ ইলিয়াস, আজিজুর রহমান বাদল, তসলিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, জামাল উদ্দিন জসিম, জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতার রাশেদ, নুর খান, লিটন,আরাফাত,মুন্না ,জুয়েল ,রাব্বি সহ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email