
বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে যে আটটি পরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে নারীদের জন্য ফ্যামিলি কার্ড নামের যে কার্ড হবে তার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে বিএনপি সরকার প্রতি মাসে ২,০০০-২,৫০০ টাকা আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা প্রদান করবে। খাদ্য সুবিধার আওতায় থাকবে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এই উদ্যোগের লক্ষ্য দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং নারীর স্বাবলম্বিতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন আসলাম চৌধূরীর সহর্ধমিনী জামিলা নাজনীন মাওলা।

মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা ও ভাতা কর্মসূচিকে আরও সম্প্রসারণ, বাজারকেন্দ্রিক কারিগরি ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, মাতৃস্বাস্থ্য ও পুষ্টিতে বিনিয়োগ বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের সহায়তা। অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে। আজ যখন বাংলাদেশ উন্নত অর্থনীতির পথে এগোতে চায়, তখন নারীর শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষমতায়নে আরও বিনিয়োগ করা জরুরি। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি সেই প্রতিশ্রুতিই বহন করে- যেখানে নারী ও পুরুষ সমানভাবে অংশীদার হয়ে গড়ে তুলবে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আসলাম চৌধূরীর কন্যা মেহরীন আনহার উজমা।
শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে সীতাকুন্ডের ছলিমপুরে নির্বাচনী গণসংযোগকালে তারা উপরোক্ত কথাগুলো বলেন।
তারা আরো বলেন,আগামীতে বিএনপি দেশ সেবার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে ইনশাল্লাহ তাই আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিবেন সবাই মিলেমিশে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মরহুম ইসহাক কাদের চৌধূরীর সহর্ধমিনী শাহানা চৌধুরী ,নাজনীন চৌধূরী,শামীম আক্তার চৌধূরী,ইসমত জাহান চৌধূরী,রিনী চৌধূরী,এ্যাড নাসিমা আক্তার,ইয়াসমিন চৌধূরী,শারমিন আক্তার কনা,সেতু আক্তার,মনিকা চৌধুরী,ইমা চৌধূরী,বদরুননাহার,আইরিন চৌধুরী,মুন্নী চৌধূরী প্রমূখ।







