গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রচারণা

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম- ৬ (রাউজান) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রচারণা শুরু করেছেন। গতকাল ২৩ জানুয়ারি শুক্রবার দিনব্যাপি উপজেলার হলিদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এ সময় ধানের শীষে প্রচারণায় অংশ নেন উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, আবদুর রহিম প্রমুখ। সমাবেশ জেলা, উপজেলা, ইউনিয়নের বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন ও জনসাধারণ উপস্থিত ছিলেন।।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email