গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিন-মীর হেলাল

গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিন-মীর হেলাল

চট্টগ্রাম – ৫, হাটহাজারী- বায়েজিদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শুক্রবার সকালে হাটহাজারী উপজেলার আওতাধীন ১৫ নং বুড়িশ্চর আজিজিয়া দরবার শরীফ মাজার জিয়ারত করে তার গণ সংযোগ শুরু করেন। তিনি সেখান থেকে পায়ে হেঁটে বুড়িশ্চর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এবং শিকারপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নারী পুরুষ সকলের কাছ ভোট ও দোয়া,আশীর্বাদ প্রার্থনা করেন। এসময় মুসলমান, হিন্দু, বৌদ্ধ সকল ধর্মের মানুষ তাঁকে স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে এগিয়ে আসেন।
এদিকে বাদ জুমা স্থানীয় নিয়ামত আলী সড়ক হতে পুনরায় গণ সংযোগ শুরু করে বিকেলের প্রচারনা শুরু করেন।
প্রচারণা কালে মীর হেলাল বেশ কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্যে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশের কাঙ্খিত পরিবর্তন, ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হারুন অর রশিদ, চট্টগ্রাম উত্তর জেলা, সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী, জাসাস সহ সভাপতি আয়ুব খান হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য, ওসমান গনী, শিকারপুর বিএনপির সভাপতি মোহাম্মদ নূরখান, সাধারন সম্পাদক, শেখ মহিউদ্দীন,বুড়িশ্চর ইউনিয়ন সভাপতি, মোজাম্মেল হক, সাধারন সম্পাদক এস এম ফারুক, আইয়ুব আলী বাবলু মোহাম্মদ ঈসা, ঈদ্রিস খান,ঈদ্রিস মেম্বার, মোহাম্মদ মনছুর আলম, তহিদুল ইসলাম, আবিদ চৌধুরী, মোহাম্মদ শাহআলম, ১৪ নং শিকারপুর ইউনিয়ন যুবদল আহবায়ক, খায়রুল ইসলাম, সদস্য সচিব, মোহাম্মদ আলাউদ্দিন জনি, ১৫ নং বুড়িশ্চর যুবদল, আহবায়ক মোহাম্মদ হাসান, যুগ্ন আহবায়ক জাহেদ, শিকারপুর সেচ্ছাসেবকদল, আহবায়ক, নাছির উদ্দীন,সদস্য সচিব এসকান্দার, বুড়িশ্চর সেচ্ছাসেবক দল, আহবায়ক, পারভেজ রুবেল, যুগ্ন আহবায়ক বকতিয়ার, সদস্য সচিব, মোহাম্মদ বাহাবুব, শিকারপুর কৃষকদল, আহবায়ক, আবুবক্কর সোহেল,সদস্য সচিব কায়ছার, বুড়িশ্চর কৃষক দল, আহবায়ক মোহাম্মদ বুট্টো, সদস্য সচিব, মোহাম্মদ কাসেম, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দল, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক রাশেদ রিয়াদ, কুয়াইশ কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক,সাজ্জাদ হোসেন রানা, সভাপতি, রিফাত বাবু, সাধারন সম্পাদক, শাহরিয়ার সিমরান, শিকারপুর ছাত্রদল, আহবায়ক ইয়াহিয়া, সদস্য সচিব, আকাশ তালুকদার, বুড়িশ্চর ছাত্রদল, সভাপতি, ইফতেখার সায়েম, সদস্য সচিব, ইরফান,মোহাম্মদ নাছের, মোহাম্মদ বাহাদুর, প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email