ভ্রাম্যমান আদালত পরিচালনা করলো বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়

ভ্রাম্যমান আদালত পরিচালনা করলো বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়

সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে আজ ২৮/জানুয়ারী বুধবার বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১২ কর্তৃক সকাল ১০.০০টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও আগ্রাবাদ অ্যাক্সেস রোডে-এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত-১২ এর নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা ।

বিবরণ :

# মোট মামলা – ০৪টি
# মোট জরিমান – ২২০০০/-
# মোট ডাম্পিং – ০৩টি (বিভিন্ন
অপরাধে একটি বাস, একটি
প্রাইভেট কার ও একটি হিউম্যান
হলার ডাম্পিং-এ পাঠানো হয়)

১. ঢাকা মেট্রো-গ-১৩-৭৯০২
২. চট্ট মেট্রো-ব-১১-০২৭৮
৩. চট্ট মেট্রো-ফ-১১-৩০৯২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email