উত্তর পাহাড়তলী ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন

উত্তর পাহাড়তলী ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উত্তর পাহাড়তলী ৯ নং ওয়ার্ডে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর পাহাড়তলী ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহাবুবুল আলম।

প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে অপকর্মে লিপ্ত ছিল, যারা সাধারণ মানুষকে নিপীড়ন করেছে, তারা কখনোই বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক ও আদর্শনিষ্ঠ সংগঠন—এখানে স্থান হবে শুধু তাঁদের জন্য, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, যাদের পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি রয়েছে এবং যারা হৃদয় থেকে বিএনপিকে ভালোবাসেন।

দলকে সুসংগঠিত করতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। আমরা যদি শৃঙ্খলা ও আদর্শকে ধরে রাখতে পারি, তবে কোনো শক্তিই বিএনপিকে দুর্বল করতে পারবে না। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তারা আবারো দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চাইছে।

বিএনপি বিশ্বাস করে জনগণের শক্তির ওপর, অস্ত্র ও দমননীতির ওপর নয়।
আমরা আন্দোলনের মাধ্যমেই জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারো জনগণের দল হয়ে উঠবে।

তাই আজকের এই সদস্য নবায়ন কর্মসূচি প্রমাণ করছে মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে, মানুষ এখনো গণতন্ত্র চায়, মানুষ এখনো স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। আসুন, আমরা সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করি, আন্দোলনকে বেগবান করি এবং দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনি।”

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম এবং সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মাঈনু।
এছাড়া বক্তব্য রাখেন নুরুল আকবর, হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email