নানা দেশের মানুষের যৌনজীবন: চমকপ্রদ কিছু তথ্য

নানা দেশের মানুষের যৌনজীবন: চমকপ্রদ কিছু তথ্য
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
নানা দেশের মানুষের যৌনজীবন: চমকপ্রদ কিছু তথ্য

যৌনতা পৃথিবীর প্রাচীনতম ও সর্বজনীন বিষয় হলেও, বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে এ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন রীতি।

যা কারও কাছে স্বাভাবিক মনে হলেও, অন্যের চোখে হতে পারে অদ্ভুত বা বিস্ময়কর। বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন কিছু অদ্ভুত যৌনাচার নিয়েই এই আয়োজন।

হাওয়াইয়ের আদিবাসীরা:

হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা গোপন অঙ্গকে বিশেষভাবে গুরুত্ব দেন। তারা শুধু আলাদা নামই দেন না, বরং প্রত্যেকের থাকে একটি বিশেষ ‘মন্ত্র’ বা কবিতার মতো বর্ণনা, যাকে বলা হয় মেলে মা’ই। এসব মন্ত্রে গোপন অঙ্গ নিয়ে খোলামেলা ও কাব্যিক ভাষায় প্রকাশ করা হয়। এমনকি রানিরও ছিল এমন মন্ত্র, যেখানে তিনি খোলাখুলি নিজের যৌনাঙ্গের বর্ণনা দিয়েছেন।

জাপানে যৌনমিলন কমে যাচ্ছে:

জাপানে জন্মহার হ্রাসের পাশাপাশি কমছে কনডম ও জন্মনিয়ন্ত্রণ বড়ির ব্যবহার। জরিপে দেখা গেছে, অনেক দম্পতি যৌনসম্পর্কহীন বিবাহিত জীবনযাপন করছেন। এক-তৃতীয়াংশ পুরুষ জানিয়েছেন কাজের ক্লান্তির কারণে তাদের যৌন আগ্রহ কম। অপরদিকে এক-চতুর্থাংশ নারী যৌনতাকে সমস্যা হিসেবেই দেখছেন। এমনকি ১৮–৩৪ বছর বয়সীদের মধ্যে প্রায় অর্ধেক জানিয়েছেন, তারা কখনোই যৌনমিলন করেননি।

নানা দেশের মানুষের যৌনজীবন: চমকপ্রদ কিছু তথ্য

দক্ষিণ কোরিয়ার নারীরা সন্তান নিতে চান না:

দক্ষিণ কোরিয়ায় নারীরা গড়ে মাত্র ১.০৫ সন্তান জন্ম দেন, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন ২-এর বেশি। বাড়ির উচ্চমূল্য, সন্তান পালনের খরচ ও দীর্ঘ কর্মঘণ্টা এর অন্যতম কারণ। সরকার নানা প্রণোদনা দিলেও জন্মহার বাড়ছে না।

নানা দেশের মানুষের যৌনজীবন: চমকপ্রদ কিছু তথ্য

রাশিয়ার গর্ভসঞ্চার দিবস:

রাশিয়ার উলিয়ানভস্ক অঞ্চলে জনসংখ্যা বাড়ানোর জন্য ১ সেপ্টেম্বরকে ঘোষণা করা হয়েছে গর্ভসঞ্চার দিবস হিসেবে। সেদিন দম্পতিদের বাড়িতে থেকে সন্তান জন্মদানে উৎসাহিত করা হয়। যেসব দম্পতির সন্তান নয় মাস পরে জন্ম নেয়, তারা ফ্রিজ, ওয়াশিং মেশিন বা ক্যামেরার মতো পুরস্কার পান।

ব্রাজিলের মেহিনাকু উপজাতি:

ব্রাজিলের মেহিনাকু গ্রামে নারীরা প্রেমিক বেছে নেন মাছ দিয়ে। যে পুরুষ সবচেয়ে বড় মাছ উপহার দেন, সেই নারী তাকেই সঙ্গী হিসেবে গ্রহণ করেন।

অস্ট্রিয়ার গ্রামীণ রীতি:

অস্ট্রিয়ার গ্রামীণ এলাকায় একটি বিশেষ নৃত্যে নারীরা বগলের নিচে আপেল রেখে নাচেন। পছন্দের পুরুষকে তারা সেই ঘামে ভেজা আপেল এগিয়ে দেন। পুরুষটি কামড় দিলে তা সম্মতির প্রতীক হিসেবে ধরা হয়।

কলম্বিয়ার গুয়াজিরো উপজাতি:

কলম্বিয়ার গুয়াজিরো উপজাতির এক বিশেষ নৃত্যে নারী যদি নাচের সময় পুরুষকে ফেলে দিতে পারেন, তবে তাদের যৌনসম্পর্ক স্থাপন বাধ্যতামূলক হয়ে যায় এটি তাদের সংস্কৃতির অংশ।

ডেনমার্কে ছুটি ও সন্তান:

ডেনিশরা ছুটির সময় অন্যান্য দেশের তুলনায় ৪৬% বেশি যৌনসম্পর্কে লিপ্ত হন। জরিপে জানা গেছে, দেশের প্রায় ১০% শিশুর গর্ভসঞ্চার ঘটে তখনই, যখন তাদের মা-বাবা বাড়ির বাইরে ছুটিতে থাকেন।

গ্রীস: সবচেয়ে যৌনসক্রিয় জাতি

ডিউরেক্সের এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, গ্রীসের মানুষই বছরে সর্বাধিক যৌনমিলন করেন। গড়ে প্রতি বছর ১৬৪ বার যৌনসম্পর্কে লিপ্ত হন তারা। এ প্রবণতার কারণ তাদের আবহাওয়া নাকি খাদ্যাভ্যাস তা স্পষ্ট নয়। তবে তাদের সবচেয়ে যৌনসক্রিয় জাতি বলেই অভিহিত করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email