
শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। জানা গেছে, এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
এর মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন সূর্যসেন হলের শিক্ষার্থীরা। এ হলের ৮৮ শতাংশ ভোটারই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা। কোন হলে কত শতাংশ ভোট পড়েছে, তাও জানান তিনি।
ডাকসু নির্বাচন / ভোট চুরির অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কোন হলে কত শতাংশ ভোট
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- ৮০.২৪ শতাংশ, অমর একুশে হল- ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হল- ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হল ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ৮৪.৫৬ শতাংশ। সলিমুল্লাহ মুসলিম হল- ৮৩ শতাংশ, রোকেয়া হল- ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ৬৮.৩৯ শতাংশ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- ৬৭.০৮ শতাংশ।
স্যার এ এফ রহমান হল- ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল- ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হল- ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হল- ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হল- ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হল- ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হল- ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হল- ৬৩.৬৭ শতাংশ।
কবি জসীমউদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ।
সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ।
ঢাবি প্রশাসন বলছে, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।