
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের রাজনৈতিক পরিসরে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দল গঠনের কোনো প্রয়োজন নেই।
শনিবার তিনি একই বিষয়টি নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরে বলেন, ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি দল সক্রিয় রয়েছে; অতিরিক্ত কোনো নতুন দল কিছুই যোগ করবে না।
তিনি লিখেছেন — পুনরায় সংজ্ঞা করো, পুনর্গঠন করো, পুনরুদ্ধার করো — তবে তার পোস্টে তিনি স্পষ্টভাবে কোন প্রেক্ষিত বা কার উদ্দেশ্যে এই মন্তব্যটি করেছেন তা উল্লেখ করেননি।
মাহফুজ বর্তমানে যুক্তরাজ্যে আছেন। সেখানে তার ওপর হামলা বা অপদস্থ করার চেষ্টা হয়েছে—এই দাবি নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামও একটি পোস্ট করেন।
নাহিদের ভাষ্যে, ‘‘গণঅভ্যুত্থানের এক কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে লন্ডনে হামলার চেষ্টা করা হয়েছে। এর আগেও আমেরিকায় একই রকম চেষ্টা হয়েছে।’’
তিনি আরও অভিযোগ করেন যে, শাহরাস্ত্রীয়ভাবে এবং নীরবে সরকারি মহলে এমন অপকর্মের প্রতিক্রিয়া দেখানো হয়নি এবং সংশ্লিষ্টরা মাহফুজ আলমকে খাড়া করে রেখে দিচ্ছে।
নাহিদ দাবি করেন, মাহফুজ আলমের বিরুদ্ধে হয়েছে বারবার আক্রমণ ও অপদমন-চেষ্টা, এবং সরকার বা উপদেষ্টা পরিষদের কেউই এর বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি—যার ফলে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে রাজনৈতিকভাবে সঠিকভাবে জবাব দেওয়া হবে।