আনোয়ারায় দুর্ধর্ষ আসামি আখতার হোসেন গ্রেফতার

আনোয়ারায় দুর্ধর্ষ আসামি আখতার হোসেন গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টিকারী দুর্ধর্ষ ও তালিকাভুক্ত আসামি আখতার হোসেন (৪০) অবশেষে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে আনোয়ারা আর্মি ক্যাম্পের (৩৮ এডি রেজিমেন্ট) একটি বিশেষ টিম ও কর্ণফুলী থানা পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত কর্ণফুলী উপজেলার উত্তর বন্দর মহলখান বাজার এলাকায় ক্যাপ্টেন কাউসারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় আখতার হোসেনকে তার বাড়ির একটি গোপন কক্ষ থেকে আটক করা হয়।
আখতার হোসেন আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দরের মৃত সুভান বক্সের ছেলে এবং মরিয়ম বেগমের সন্তান। মরিয়ম বেগম আনোয়ারা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
আখতারের বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে উভয় থানার পুলিশ তাকে খুঁজছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত অপরাধীদের মধ্যে তার নাম শীর্ষে রয়েছে। এছাড়া সে মাদক ব্যবসার সঙ্গেও সরাসরি জড়িত।
অভিযানে তার বাড়ি থেকে একটি নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, ৩টি সামরিক গ্রেডের কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিম কার্ড, উল্লেখযোগ্য সংখ্যক পেনড্রাইভ ও মেমোরি কার্ড, ১৮টি দেশীয় অস্ত্র এবং নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।তার বাড়িটি ছিল অত্যন্ত সুরক্ষিত। চারপাশে বসানো ছিল ৮টি সিসিটিভি ক্যামেরা। পাহাড়ের ওপর দুটি নিরাপদ ঘর ও একাধিক গোপন কক্ষ পাওয়া যায়, যা সে মাদক বিক্রির কাজে ব্যবহার করত।
পরে আটককৃত আখতার হোসেনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email