
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকার শঙ্খ নদের ধারের একটি দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয়রা দিঘির ধারে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আনোয়ারা থানার ইনচার্জ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন,অজ্ঞাত ব্যক্তির লাশটির হাত-পা বাঁধা ছিল।মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।







