
আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ওপর ঝুলে ছিল এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য। তবে গতকাল বৃহস্পতিবার লঙ্কানরা জিতে যাওয়ায় কোনো সমীকরণ ছাড়াই শেষ চারে পৌঁছে গেছে লিটন দাসের দল।
গ্রুপপর্বে আজ এক ম্যাচ বাকি থাকলেও সুপার ফোরে বাকি তিন দল এরই মধ্যে নির্ধারিত। ‘বি’ গ্রুপের প্রথম দুই দল হিসেবে শ্রীলংকা ও বাংলাদেশ খেলছে। অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে খেলবে ভারত ও পাকিস্তান। প্রথম দুই ম্যাচ বিশাল ব্যবধানে জিতে যাওয়ায় আজকে ওমানের বিপক্ষে ম্যাচ ভারতের জন্য শুধুই আনুষ্ঠানিকতার।
সুপার ফোরের প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। প্রতিপক্ষ সেই শ্রীলংকা- গ্রুপপর্বে যাদের বিপক্ষে হারের পর আফগানিস্তানের বিপক্ষে আবার তাদেরই সমর্থন করেছে বাংলাদেশের সমর্থকরা। আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাইয়ে লড়বে বাংলাদেশ-শ্রীলংকা।
এই পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী বুধবার একই ভেন্যুতে খেলবে প্রতিবেশী এই দুই দেশ। তৃতীয় ম্যাচ পরদিনই পাকিস্তানের বিপক্ষে। কেবল বাংলাদেশকেই খেলতে হবে টানা দুই দিন।
সুপার ফোরে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচে পাকিস্তানিদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানো ও পরবর্তী নানা ঘটনাপ্রবাহের পর এই ম্যাচকে ঘিরে কৌতূহল থাকবে তীব্র। আগামী রবিবার দুই দল আবারও মুখোমুখি হবে। সুপার ফোরে একটি ছাড়া সবগুলো ম্যাচই দুবাইয়ে। মঙ্গলবার পাকিস্তান-শ্রীলঙ্কার লড়াইটি হবে আবু ধাবিতে। সুপার ফোরের সেরা দুই দল আগামী ২৮ সেপ্টেম্বর খেলবে ফাইনাল।