
জুলাই সনদের আইনী ভিত্তি ও বাস্তবাযন, ৫ মে শাপলার গণহত্যার বিচারের দাবি, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে আজ ১৯ সেপ্টেম্বর বাদে জুমা চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আল্লামা হাফেজ জাকারিয়া খালিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক কুতুবী, চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর নেতা হাফেজ আলম, চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আলী হাসান, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ রব্বানী, মাওলানা রেজাউল করিম কুতুবী, মাওলানা জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্র সমাজ নেতা নাঈম উদ্দীন প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই গণঅভ্যূত্থানের আকাক্সক্ষা অনুযায়ী জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সারাদেশে প্রাথমিক বিদ্যালয় সমূহে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক নিয়োগ দিতে হবে। জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রয়োজনে গণভোট দিন। ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম স্থগিদ করে রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ করুন। ৫ মে শাপলার গণহত্যার দ্রুত বিচার করতে হবে। শত শত আলেমদের হত্যার তালিকা প্রণয়ন করে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং এসব গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।







