
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল নাথ পাড়া নিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী নাথের সহধর্মিনী নিলীমা রানী দেবী (৭৪) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গতকাল ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যা পৌণে ৬ টার দিকে নগরীর চকবাজারস্থ উর্দ্দু গলির বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ৮ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল নাথ পাড়ার সামাজিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।
শোক ঃ পূর্ব কধুরখীল নাথ পাড়া দুর্গাপূজা উদযাপন পরিষদের অন্যতম উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক পুলিন বিহারী নাথের সহধর্মিনী ও উপদেষ্টা স্বজল নাথের মমতাময়ী মা নিলীমা রানী দেবীর মৃত্যুতে পূজা উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।







