‘শাকিব খানকে বিশ্বের অনেকেই চেনে’

‘শাকিব খানকে বিশ্বের অনেকেই চেনে’

দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়িকা তমা মির্জা অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে নিজ জায়গা করে নিয়েছেন। ‘দাগী’ চলচ্চিত্রের সাফল্যের পর দীর্ঘ বিরতির পর তিনি নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন, যা তার পূর্ববর্তী কাজের থেকেও ভিন্ন এবং চমকপ্রদ হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তমা মির্জা তার আসন্ন চলচ্চিত্রের খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এমন একটি ছবি পছন্দ করেছি যা আমার লিস্টে আছে। শীঘ্রই দর্শকরা জানতে পারবেন।’

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে তিনি বলেন, ‘যেমনভাবে বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্বে চেনে, তেমনভাবে বিশ্বের অনেকেই এখন শাকিব খানকে চেনে।’

নিজের ক্যারিয়ার নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি চাই না শুধু বর্তমান সময়ের সাফল্য নিয়ে সীমাবদ্ধ থাকি। ভবিষ্যতে হয়তো কাজ কমে যাবে, তবুও আমি চাই মানুষ আমাকে আমার ভালো কাজের জন্য মনে রাখুক। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি, আশা করি আরও নতুন ধরনের চরিত্রে কাজ করতে পারব এবং সেই কাজগুলো দিয়ে দর্শক আমাকে মনে রাখবে।’

উল্লেখ্য, ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তমা মির্জা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এছাড়াও শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email