
উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২য় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম গ্রামার স্কুলের আঙ্গিনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিটাগং গ্রামার স্কুলের প্রধান শিক্ষক তোহসিন খান ও সহকারী প্রধান শিক্ষিকা মোছাম্মদ জামিলা আক্তার। সম্মানিত অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ও রোটার্যক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির ‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের বাংলাদেশ’ এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। রোটারীয়ানরা নিজেদের টাকা দিয়ে মানবতার কল্যাণে কাজ করছে, যা প্রশংশনীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চিটাগাং পোর্ট সিটির সভাপতি এডভোকেট খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান। পিপি মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজিদুল হক, আইপিপি জাহেদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি পলাশ বড়ুয়া রোটারেক্টর মেজবাহুল করিম আসিফ ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।