চট্টগ্রামে তিন দিন ব্যাপি প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ

 চট্টগ্রামে তিন দিন ব্যাপি প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০ টায় ডাবলমুরিং থানা রিসোর্স সেন্টার, টাইগারপাস, চট্টগ্রাম এ তিন দিন ব্যাপী প্রারম্ভিক সনাক্তকরণ ও পপ্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণটির উদ্ভোদন করেন, জনাব মোহাম্মদ আব্দুল করিম, থানা রিসোর্স সেন্টার, ডাবলমুরিং থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসহাক মিয়া, প্রোজেক্ট কোঅর্ডিনেটর, ডিডিআরসি এবং জনাব নুরুন্নাহার, ফিল্ড ট্রেনার, ডিডিআরসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশু ও যুব প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ যত্ন নেয়ার বিষয়ে গুরুত্ব প্রদান করে প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় ডিডিআরসির প্রশংসা করেন। তিনি উপস্থিত কেয়াারগিভারদেরকে অনুরোধ করেন, শিশুকে ১০ বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে। কারন, ১০ বছর পার হয়ে গেলে প্রাথমিক স্কুলে শিশু ভর্তি করানো হয় না। বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা কর্মসূচী একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। তাই প্রতিবন্ধিতা বিবেচনা না করেই সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে হবে। কোন স্কুল কর্তৃপক্ষ এই আদেশ না মানলে তা সংবিধান লঙ্ঘন বলে বিবেচিত হবে। তিনি দশ বছরের কম বয়সী প্রতিবন্ধী শিশু সহ সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এছাড়া বিশেষ অতিথি মোঃ ইসহাক মিয়া, প্রোজেক্ট কোঅর্ডিনেটর প্রকল্পের বিষয়ে অবহিত করেন যে, ডিডিআরসি ম্যাপইনসিবিআর নামে ৫ বছর মেয়াদী একটি প্রকল্প বিগত জানুয়ারী ২০২৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে যা শেষ হবে আগামী  জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৯ সাল পর্যন্ প্রকল্পটিতে সহযোগিতা প্রদান করছে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস।

ডিডিআরসি নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ তার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুসহ প্রতিটি শিশু ডিডিআরসির নিকট গুরুত্বপূর্ণ। সকল শিশুকে প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, ক্ষমতায়ন এবং সামাজিক বিষয়ে সহযোগিতা প্রদান করা হচ্ছে। ডিডিআরসির প্রচেষ্টার পাশাপাশি প্রতিবন্ধী শিশুর কেয়ারগিভারগণও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই কেয়ারগিভারদের দক্ষতা বৃদ্ধির জন্য তিন দিন ব্যাপি কেয়ারগিভার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। সকলকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞান ব্যবহারিকভাবে কাজে লাগিয়ে প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।

প্রশিক্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ও ১৪ নং লালখান বাজারের বিভিন্ন ধরনের ২৫ জন শিশুদের অভিভাবকগণ অংশগ্রহণ করছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email