
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই।”
তিনি বলেন, “সেফ সিটির মানে হলো—সব ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রের মানুষ যেন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা কাউকে বিভেদে নয়, বরং ঐক্যে দেখতে চাই। এ শহর আমাদের সবার, তাই সবার দায়িত্ব একে বাসযোগ্য ও নিরাপদ রাখা।”
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই আমরা কাজ করছি। চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী সম্প্রীতির নগরী, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই ঐতিহ্য যেন বিনষ্ট না হয়, বরং আরও শক্তিশালী হয়, সেটাই আমাদের লক্ষ্য।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। উৎসবকেন্দ্রিক সময়গুলোতে যেন কেউ অবহেলিত বা বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই উৎসব আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও সহনশীলতা শেখায়। আমরা সবাই মিলে চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির নগর হিসেবে গড়ে তুলব।”
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে লালদিঘীস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে আয়োজিত এই শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিভাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের কর্মকর্তাবৃন্দ, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।